বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

তোমার পিছু রাখে এক নজর✍️

📜 তোমার পিছু রাখে এক নজর

✍️ তরিকুল ইসলাম খালাসী
📖 সূরা আল-ফজর (সূরা ৮৯) অবলম্বনে


---

তুমি কি দেখো না ভোরের আলো,
ফাটে অন্ধকার,
আসে সাথে কসমের ঘনঘটা,
রব দিলেন হুঁশিয়ার!

দশটি রাত, জোড় আর বিজোড়,
সবই তো রাখে মান,
গণনা হয় প্রতিটি ক্ষণ—
রয় না কিছু গোপন।

তুমি কি জানো না আদ-জাতিকে,
কী শক্তিশালী তারা!
তবে কুৎসিত অহংকারে
ধ্বংস হলো একসারা।

সামূদেরও ছিলো রাজ্য বহু,
পাহাড়ে করত ঘর,
অবাধ্যতায় নামলো শাস্তি—
থামল তাদের জ্বর।

ফেরাউন ছিলো এক জালেম রাজা,
শক্তিতে করতো গর্ব,
অন্যায়ের ছাপে ডুবিয়ে দিলো,
রব দিলেন শাস্তি তরব।

মানুষ ভাবে, "রব দিলো সুখ—
তিনি আমায় চায়!"
আর যদি দেন কোনো পরীক্ষা—
অভিযোগে সে কাঁদে হায়!

না, এ নয় উত্তম মনোভাব—
চাই না তুমি ভুলো,
তোমার পিছু রাখে এক নজর—
ফেরেশতা যারা চলো।

সেদিন আসবে, ডাকবে রব:
“হে প্রশান্ত প্রাণ,
চলো ফিরে তোমার প্রভুর কাছে—
সন্তুষ্টির মহান!”

চলো জান্নাতের সেই ঘরে,
আমার বান্দা রে!
যেখানে আছে অনন্ত শান্তি—
ভালোবাসা ঘিরে।। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন