সোমবার, ৩০ জুন, ২০২৫

এসো দলবদ্ধ হই

এসো দলবদ্ধ হই 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা) 

এসো দলবদ্ধ হই
শির রাখি উঁচু,
ঈমান জ্বালাই বুকে
কুদৃষ্টি করি নিঁচু।

এসো ত্যাগ করি গর্ব,
শিখি নম্র ভাষা,
ভ্রাতৃত্বেই গড়ি সমাজ,
ছড়িয়ে দিই ভালোবাসা।

এসো সত্য কথা বলি,
মিথ্যা পদদলি,
ফুলের মতো সমাজটাকে
সঙ্গে নিয়ে চলি।

এসো জীবনটাকে রবের ভয়ে
গড়ি বিধান মেনে,
বিনিময়ে নিই চলো
ওই জান্নাত কিনে।।

অর্থ/ব্যাখ্যা: 

এই কবিতায় কবি মানুষকে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ভ্রাতৃত্ব, সত্য, নম্রতা ও ঈমানের শক্তিতেই সমাজ সুন্দর হয় এবং রবের বিধান মেনে চললে জান্নাত অর্জন সম্ভব।

---
প্রথম স্তবক:
“এসো দলবদ্ধ হই
শির রাখি উঁচু,
ঈমান জ্বালাই বুকে
কুদৃষ্টি করি নিঁচু।”
👉 কবি আহ্বান করছেন—ঐক্যবদ্ধ হয়ে আত্মমর্যাদা বজায় রাখতে হবে। হৃদয়ে ঈমানের আলো জ্বালাতে হবে এবং খারাপ দৃষ্টি ও চিন্তা দূরে রাখতে হবে।
---
দ্বিতীয় স্তবক:
“এসো ত্যাগ করি গর্ব,
শিখি নম্র ভাষা,
ভ্রাতৃত্বেই গড়ি সমাজ,
ছড়িয়ে দিই ভালোবাসা।”
👉 গর্ব-অহংকার ত্যাগ করে ভদ্রতা শিখতে হবে। ভ্রাতৃত্ব ও ভালোবাসার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে উঠবে।
---
তৃতীয় স্তবক:
“এসো সত্য কথা বলি,
মিথ্যা পদদলি,
ফুলের মতো সমাজটাকে
সঙ্গে নিয়ে চলি।”
👉 সত্যকে আঁকড়ে ধরতে হবে এবং মিথ্যাকে পরাভূত করতে হবে। তবেই সমাজ ফুলের মতো সুন্দর ও নির্মল হবে।
---
চতুর্থ স্তবক:
“এসো জীবনটাকে রবের ভয়ে
গড়ি বিধান মেনে,
বিনিময়ে নিই চলো
ওই জান্নাত কিনে।। ”
👉 জীবনে স্রষ্টার ভয় ও বিধান মান্য করে চলতে হবে। এর বিনিময়ে জান্নাত পাওয়া যাবে, সেটাই চূড়ান্ত সফলতা।

---
👉 সারকথা:
এই কবিতা মানুষের কাছে ঐক্য, ভ্রাতৃত্ব, নম্রতা, সত্যনিষ্ঠা ও আল্লাহভীতির বার্তা দেয়। এগুলিই একটি সুন্দর সমাজ ও চিরন্তন মুক্তির পথ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন