তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)
এসো দলবদ্ধ হই
শির রাখি উঁচু,
ঈমান জ্বালাই বুকে
কুদৃষ্টি করি নিঁচু।
এসো ত্যাগ করি গর্ব,
শিখি নম্র ভাষা,
ভ্রাতৃত্বেই গড়ি সমাজ,
ছড়িয়ে দিই ভালোবাসা।
এসো সত্য কথা বলি,
মিথ্যা পদদলি,
ফুলের মতো সমাজটাকে
সঙ্গে নিয়ে চলি।
এসো জীবনটাকে রবের ভয়ে
গড়ি বিধান মেনে,
বিনিময়ে নিই চলো
ওই জান্নাত কিনে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন