শুক্রবার, ২৭ জুন, ২০২৫

নিরহংকার মানুষগুলো

📜 নিরহংকার মানুষগুলো 
✍️ তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা) 

নিরহংকার মানুষগুলো
চুপেই থাকে বেশ,
নিজে হারে, তবু কারো
করে না তো রেষ।

চোখে তাদের শান্ত আলো,
বুকে মমতা রয়,
তাদের পাশে থাকলে যেন
হৃদয়’টা জুড়ায়।

চায় না কোনো বাহবা পেতে,
হয় নাকো দাম্ভিক,
ভদ্রতায়ই জয় করে সব,
হয় আন্তরিক।

সত্য পথেই থাকে দৃঢ়,
ভালোবাসায় ভরে বুক,
এমনই মানুষ ভোগ করে ভাই
রবের দেওয়া সুখ।। 


#নিরহংকার  
#মানবিকতা  
#ভদ্রতা  
#সত্যপথ  
#নৈতিকতা  
#মানুষ_হও  
#আন্তরিকতা  
#আত্মউন্নয়ন  
#বাংলাকবিতা  
#তরিকুল_ইসলাম_খালাসী

#Humility  
#Simplicity  
#Kindness  
#GoodCharacter  
#PoetryOfLife  
#MoralValues  
#Truthfulness  
#BengaliPoetry  
#IslamicPoetry  
#Tarikul_Islam_Khalashi




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন