✍️ তরিকুল ইসলাম খালাসী
📖 সূরা আল-আদিয়াত (সূরা ১০০) অবলম্বনে
---
ঘোড়া ছুটে যুদ্ধ করে,
চোখে আগুন জ্বলে,
ভোর বেলায় হামলা চালায়,
ধুলো ওঠে গলে।
রব করলেন শপথ তাতে,
দিলেন বুদ্ধির ডাক,
তবু মানুষ লোভে অন্ধ,
ভোলে রবের ভাক।
ধন-সম্পদ চাই যে শুধু,
গুনে রাখে মাল,
ভেবে না সে মরার পরে,
কি হবে তার হাল।
যখন খুলবে বুকে পাতা,
সবই জানবে লোকে,
রবই জানেন কে কী করেছে,
রাত-দিনের ঢাকে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন