তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
যদি শত্রু থাকে দিকেদিকে
তবু চলতে হবে পথ,
বুক ভরা সাহস তোমার
বাড়াবে হিম্মত।
কাঁটা বিছানো এ জীবন,
তবু থেমো না একফোঁটাও,
আশার আলোয় জ্বালিয়ে
জয় করো শত ঘাত-প্রতিঘাত।
ঝড়ে পড়ে না যে গাছ,
তারই ডালে ফলে মিষ্টি,
সহ্য করেই বাঁচে যারা,
তারাই গড়ে ইতিহাস সৃষ্টি ।
ভয় পেওনা ব্যর্থতায়,
সাফল্য তারই সাথি,
যে লড়ে যায় দিনরাত
ভুলে নিজ কাঁদা-মাটি ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন