✍️ তরিকুল ইসলাম খালাসী
📖 সূরা মুতাফ্ফিফীন (সূরা ৮৩) অবলম্বনে
---
ওজন কম দিও না ভাই,
রব তো সবই জানে,
পাল্লা যেটা তুই ধরিস,
সেটা কি ঠিক মানে?
নিজের জন্য তুই যা চাস,
তাই দে সবার পণ,
ভুলে যাস না—একদিন
আসবেই সেই গণন।
ধ্বংস তারা! কম মাপে
দেয় যে অন্যজন,
পাপের খাতায় লিখছে সব,
দেখবি একদিন মন।
সেদিন তবে দাঁড়াবি,
কোনো পক্ষ নাহি,
যার কাজ খারাপ হবে,
বাঁচার সুযোগ কাহি?
তারা এখন হাসাহাসি
নেক বান্দার চেয়ে,
সেদিন কিন্তু হাসবে না,
জ্বলবে আগুন পেয়ে!
নেক বান্দারা জান্নাতে,
সুখে কাটায় দিন,
রবের নৈকট্য পায় তারা,
ভরে হৃদয় বিন।
তাদের আমল লেখা হয়,
উঁচু এক কিতাবে,
যে-ই চায় তা দেখতে ভাই,
দেখবে স্বচ্ছভাবে।
তাদের মুখে জ্যোতি থাকে,
থাকে শান্তি বাণী,
তাদের পানির পেয়ালা
রব দিয়েছে দানী।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন