বুধবার, ২৫ জুন, ২০২৫

আত্মবিশ্বাস

আত্মবিশ্বাস 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা) 

আত্মবিশ্বাসে গড়ে ওঠো ভাই
মানুষ হও খাঁটি,
ভরসা রাখো নিজের ওপর
পাবে সফলতার চাবিকাঠি।

পদে পদে আসবে বাধা,
তবু চলতে হবে পথ,
এখনি তোমার গড়তে হবে
আগামীর ভবিষ্যত।

ভয়-শঙ্কা ভুলে চলো
সত্যেই রাখো চোখ,
আত্মবিশ্বাস জুগিয়ে দেবে
সাহস, শক্তি, সুখ।

হে তরুণ, জাগো এবার
গড়ো নিজের গল্প,
নয় বেশি নয় হাতে তোমার
সময় খুবই অল্প।। 

অর্থ/ব্যাখ্যা:

এই কবিতায় কবি তরুণ সমাজকে আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন—জীবনের প্রতিটি সংগ্রামে আত্মবিশ্বাস, সত্যের প্রতি অঙ্গীকার এবং অধ্যবসায়ই সাফল্যের চাবিকাঠি। ভয় নয়, দৃঢ় মনোভাবই মানুষকে তার ভবিষ্যত গড়ে তুলতে সাহায্য করে।

---
প্রথম স্তবক:
“আত্মবিশ্বাসে গড়ে ওঠো ভাই
মানুষ হও খাঁটি,
ভরসা রাখো নিজের ওপর
পাবে সফলতার চাবিকাঠি।”
👉 এখানে কবি বলেছেন—সত্যিকারের মানুষ হতে হলে আত্মবিশ্বাস সবচেয়ে জরুরি। নিজের ওপর ভরসা রাখলেই জীবনে সাফল্য অর্জন সম্ভব।
---
দ্বিতীয় স্তবক:
“পদে পদে আসবে বাধা,
তবু চলতে হবে পথ,
এখনি তোমার গড়তে হবে
আগামীর ভবিষ্যত।”
👉 জীবনের পথে নানারকম বাধা আসবেই। কিন্তু সাহস নিয়ে পথ চলতে হবে। আজকের সংগ্রামই আগামীর সুন্দর ভবিষ্যতের ভিত্তি।
---
তৃতীয় স্তবক:
“ভয়-শঙ্কা ভুলে চলো
সত্যেই রাখো চোখ,
আত্মবিশ্বাস জুগিয়ে দেবে
সাহস, শক্তি, সুখ।”
👉 ভয় বা শঙ্কা ত্যাগ করে সত্যের পথে অটল থাকতে হবে। আত্মবিশ্বাস মানুষকে শক্তি, সাহস এবং মানসিক প্রশান্তি দেয়।
---
চতুর্থ স্তবক:
“হে তরুণ, জাগো এবার
গড়ো নিজের গল্প,
নয় বেশি নয় হাতে তোমার
সময় খুবই অল্প।। ”
👉 কবি তরুণদের জাগাতে চাইছেন। সময় অল্প, তাই দেরি না করে এখন থেকেই আত্মবিশ্বাস নিয়ে নিজের জীবনের গল্প গড়ে তোলা জরুরি।

---
সারকথা:
এই কবিতার মূল বার্তা হলো—আত্মবিশ্বাস হলো সাফল্যের মূল চাবিকাঠি। ভয় নয়, সত্য ও অধ্যবসায়ের সাথে এগোলে তরুণ প্রজন্ম ভবিষ্যতের সমাজ গড়ে তুলতে পারবে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন