তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
আত্মবিশ্বাসে গড়ে ওঠো ভাই
মানুষ হও খাঁটি,
ভরসা রাখো নিজের ওপর
পাবে সফলতার চাবিকাঠি।
পদে পদে আসবে বাধা,
তবু চলতে হবে পথ,
এখনি তোমার গড়তে হবে
আগামীর ভবিষ্যত।
ভয়-শঙ্কা ভুলে চলো
সত্যেই রাখো চোখ,
আত্মবিশ্বাস জুগিয়ে দেবে
সাহস, শক্তি, সুখ।
হে তরুণ, জাগো এবার
গড়ো নিজের গল্প,
নয় বেশি নয় হাতে তোমার
সময় খুবই অল্প।।
#ইসলামিক_কবিতা #বিশ্বাস #নৈতিকতা #তরিকুল_ইসলাম_খালাসী #ইসলামিক_বার্তা #বাংলা_কবিতা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন