✍️ তরিকুল ইসলাম খালাসী
চাই আশ্রয় হে নাসের রব,
শয়তানের খারাপ,
তুমি ইলাহ, তুমি যে মালিক,
তোমাতেই শান্তি চাপ।
চুপটি করে ফিসফিস করে,
মনটা করে কালো,
দেয় কুমন্ত্রণা, সন্দেহ-বিষ,
হৃদয় করে ভালো।
সে যে লুকায় মানুষের মাঝে,
অদৃশ্য তার খেলা,
জিন আর মানুষ – সবাই ভেতরে,
জড়ায় শয়তান বেলা।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন