আর না
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
তুমি অনেক করেছো
আর না,
এই দ্বিচারিতা
জনগণ ভুলবে না ।
আর কতদিন
এভাবেই ঠকাবে !
মিথ্যা বুলি দিয়ে
মানুষকে বোঝাবে ?
সরলতাকেই করেছো
হাতিয়ার জানি,
বিশ্ব জেনেছে
তুমি মানবতার খুনি ।
মানুষ বোঝে
এই ছলোনা,
ধরার মত ধরলে
কিন্তু ছাড়বেনা ।
ধোঁকা দিয়ে
দিওনা সান্ত্বনা,
বিষ বাষ্প হবে
এই যন্ত্রনা ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন