✍️ তরিকুল ইসলাম খালাসী
📖 সূরা আলে ইমরান: আয়াত ১০৫ অবলম্বনে
---
📜
ভেদ করো না, ভাইরে মোরা |
একই দীনের লোক,
তওহিদেরই রশি ধরি |
ভাঙবো না সেই শোক।
---
হকের পথে যারা ছিল |
তারা ভুলে যায়,
জানার পরও ভাগ হইলে |
রহমত ফিরায় পায়।
---
নামাজ পড়ো, রোজা রাখো |
তবু যদি ভাঙো,
ঈমান কাঁদে, সেই সমাজ |
জাহান্নামে ঝাঙো।
---
রাসূল বলেন, “ঐক্য রাখো” |
আছে বাণী সুনী,
যারা করে দল উপদল |
তাদের মোহর রাণী!
---
পার্থিব মোহ, দুনিয়ার রং |
করো সেসব ত্যাগ,
এক উম্মতের ছায়াতলে |
আসুক রহম ভাগ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন