✍️ তরিকুল ইসলাম খালাসী
📖 সূরা আয-যিলযাল (সূরা ৯৯) অবলম্বনে
---
যখন কাঁপবে এই জমিন,
ভীষণ রকম ধরা,
সবই বেরোবে ভেতর থেকে,
লুকিয়ে ছিল যারা।
মানুষ বলবে, কী হয়েছে,
কেন কাঁপে ধরা?
জমিন বলবে, আমার বুকে,
ছিল গোপন সরা।
রবের হুকুম, আমি তখন,
সাক্ষী হবো ঠিক,
যে যা করেছে গোপনে ভাই,
সবই জানবে ঠিক।
নিজ নিজ কাজ নিয়ে মানুষ,
দাঁড়াবে একদিন,
রবের কাছে হিসেব দেবে,
রবে না কোন চিন।
যে করেছে ন্যায়ের কাজ,
সেটুকু সে পাবে,
আর যে পাপে ডুবে ছিলো,
শাস্তির পথ ধাবে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন