বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

সময় যায় যে চলে✍️

📜 সময় যায় যে চলে
✍️ তরিকুল ইসলাম খালাসী
📖 সূরা আল-আসর (সূরা ১০৩) অবলম্বনে


---

সময় যায় যে চলে ধীরে,
থামে না তা ভাই,
যে হারায় এই সময়টাকে,
দুঃখ শুধু পাই।

সবার জীবন ক্ষতিতে ভাই,
এই তো কুরআন বলে,
যারা চলে হকের পথে,
তারাই সোজা চলে।

যে ঈমান রাখে বুকে,
সৎ কাজ করে,
সত্যবাদী সেই হয়,
রব তাকেই পছন্দ করে।

ধৈর্যধারী সেই বান্দারা,
চলে সরল পথে,
তাদের জন্যই রহমত মেলে,
রবের দয়ার স্রোতে।। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন