বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

পড়ো তুমি রবের নামে✍️

📜 পড়ো তুমি রবের নামে
✍️ তরিকুল ইসলাম খালাসী
📖 সূরা আলাক (সূরা ৯৬) অবলম্বনে


---

পড়ো তুমি রবের নামে,
যিনি সবই করেন,
মানুষকে তিনি বানিয়েছেন
রক্তবিন্দু ধরেন।

কলম দিয়ে শেখান তিনি,
বুদ্ধি দিলেন ঠিক,
যা কিছু আজ মানুষ জানে —
সবই তাঁর লিখিত লিখ।

মানুষ পরে ভুলে যায় ভাই,
চায় না নত হতে,
ভাবছে যেন নিজেই বড়,
চলায় নিজের মতে।

নামাজ দেখে বাঁধা দেয় সে,
পাপের পথে টানে,
রব যে সবই জানেন আগে,
কে কোথা সে চেনে।

যদি সে না মানে কথা,
টেনে ধরা হবে,
কোনও কাজে আসবে না আর
লোক, দল, পয়সা, রবে।

তুমি বরং সেজদা করো,
রবের পথে চলো,
সেই পথে যে শান্তি মেলে —
রহমতে ভরে ফেলো।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন