বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

যে মুখ ফিরিয়ে নিলো

যে মুখ ফিরিয়ে নিলো

✍️ তরিকুল ইসলাম খালাসী

একজন মানুষ মুখ ফিরিয়ে নিলো,
এক জন দৃষ্টি হীন,
ডাকছিল সে হিদায়াতের দিকে,
ছিলো না তাতে দীন!

কে যে মর্যাদায় বড়ো এখানে,
তারে কি তুমি চেনো?
যে খোঁজে সত্য – সেই তো শ্রেষ্ঠ,
তুমি ভুলে যেও না যেন!

যাকে তুমি হেয় করেছিলে,
সে জানে সত্যের মুখ,
আর যাকে তুমি আপন ভেবেছো,
সে ডাকে কেবল সুখ।

না সে ভয় পায়, না সে শেখে,
চায় না নেকের আলো,
তার মনেতে দম্ভ-অহংকার,
ভালো কি তাতে ভালো?

এই কুরআন এক খাঁটি বাণী,
জাগায় সত্য বোধ,
যে চায় শিক্ষা — সে তা পাবে,
রবে না কোনো ক্ষোভ।

এমন বাণী পবিত্র-পরিচ্ছন্ন,
লিপিবদ্ধ হয় সব,
ফেরেশতারা রাখে তা লিখে,
রবের হুকুমে ধ্রুব।

ধ্বংস সে মানুষ, অকৃতজ্ঞজন,
কে দিলো তার প্রাণ?
একফোঁটা থেকে সে গড়েছে,
কী করে করে অসম্মান?

তার পর ধাপে ধাপে গঠন,
জীবন দিলো ধার,
যখন চায়, মাটিতে ফেরায়,
শেষে তো সেই বিচার।

এবার যখন ডাকা হবে,
বেড়িয়ে আসবে কবর,
সেদিন তুমি প্রস্তুত আছো?
আছে কি সদ্গুণ ভর?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন