বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

দিন আর রাত✍️

📜 দিন আর রাত
✍️ তরিকুল ইসলাম খালাসী
📖 সূরা আল-লাইল (সূরা ৯২) অবলম্বনে


---

রাত যখন সব ঢেকে রাখে,
আলো চলে যায়,
দিন আসে সে কাজ নিয়ে,
সাথে রোদ ঝলমায়।

পুরুষ-নারী সৃষ্টি সবাই,
ভিন্ন কাজে রয়,
যে দেয় খরচ আল্লাহর পথে,
তার জীবনই জয়।

ভয় করে যে রবকে সত্য,
পথে থাকে ঠিক,
সহজ করে দেন আল্লাহ,
তার সকলেই দিক।

যে কৃপণ, হয় না নরম,
অসত্যে তার বাস,
রব দেন তার রাস্তাখানি,
বেদনায়ই ভাস।

হেদায়াত তো আল্লাহর হাতে,
তিনিই জানেন সব,
দুনিয়া ও আখেরাতে
তাঁরই থাকে রব।

ভয় থেকে যে বাঁচে আগুন,
পবিত্র তার মন,
যে শুধু দেয়, চায় না কিছু,
রবই যার পূরণ।

সব ভালোই আল্লাহ দেখে,
লুকানোও রয়ে,
তাকে দিবেন উত্তম ফল,
সন্তুষ্টি সয়ে।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন