✍️ তরিকুল ইসলাম খালাসী
📖 সূরা আল-গাশিয়াহ (সূরা ৮৮) অবলম্বনে
---
এসেছে কি সেই খবর ভাই,
ঢেকে দেবে মুখ?
কিছু চেহারা থাকবে সেদিন,
কষ্ট-জর্জর সুখ।
ক্লান্ত চোখে তাকিয়ে দেখবে,
কিছুই নেই যে ঠিক,
চেষ্টা করেও পাবে না ফল,
রবে শুধু শূন্য দিক।
কেউ যাবে আগুনের মাঝে,
খুবই গরম জল,
জ্বলবে চামড়ার পর চামড়া,
থামবে না সে বল।
আর কিছু মুখ থাকবে সেদিন,
আলোকময় বেশ,
তারা পাবে জান্নাতের শান্তি—
রব দিয়েছেন রেশ।
নরম বিছানা, ঝর্ণার পানি,
গাছের ছায়া স্নিগ্ধ,
রবি যাকে খুশি করেছেন,
সে পায় জীবন নিঃদ্বন্দ্ব।
তুমি কি ভাবো না এ ভবে—
কে বানালো সব?
উঁচু আকাশ, মাটি-পাহাড়,
সবই তো দিলেন রব।
তুমি শুধু স্মরণ দাও ভাই,
নও তুমি কর্তা,
রবই বিচার করবেন সব—
তাঁরই আছে শর্তা।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন