বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

রবের দান

📜 রবের দান
✍️ তরিকুল ইসলাম খালাসী
📖 সূরা কুরাইশ (সূরা ১০৬) অবলম্বনে


---

কুরাইশ ছিল এক জনপদে,
কাবার পাশে ভাই,
তাদের নিয়ে রবের রহম,
ছিলেন সাথে তাই।

শীত-গ্রীষ্মে যেতো তারা,
বাণিজ্যেরই তরে,
রবই দিতেন শান্তি ও রিজিক,
ভয় ছিল না পরে।

রবই তাদের খাওয়াতেন ভাই,
দিতেন নিরাপত্তা,
চিনতো না তারা ক্ষুধার জ্বালা,
ছিল না কোন ব্যথা।

তাই বলি ভাই, আমরাও যেন
রবের পথে যাই,
যার দয়া সব পথ দেখায় —
তাঁরই স্মরণ চাই।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন