বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

তোমার পথে

তোমার পথে 
✍️ তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তোমারই নামে করি যে শুরু,
তুমি দয়া-ভরা,
তুমি যে প্রভু, জগতের রব,
রহমতে পথ ধরা।

তোমারি দয়া ঢেকে রাখে
পাপ-পঙ্কিল মনে,
তুমি বিচার দিবসের মালিক,
থামাও অন্যায় ক্ষণে।

তোমারি কাছে ইবাদতের
নয়ন তুলে চায়,
তোমারি দ্বারে সাহায্যের মিনতি—
মন কাঁদে শুধুই তাই।

সোজা সে পথ দেখাও আমায়
যে পথে তব দান,
সত্য, ন্যায়ের, নেক বান্দার
আছে যেখানে স্থান।

ভ্রান্ত যে পথে গজব নামে,
দেখিও না সে দিক,
তোমার পথে রাখো হে প্রভু,
জীবন হোক সৌভিক।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন