✍️ তরিকুল ইসলাম খালাসী
🏡 মধ্যবেনা, বাদুড়িয়া (কোলকাতা)
📖 সূরা ইনশিকাক (সূরা ৮৪) অবলম্বনে
---
যখন আকাশ ফেটে যাবে,
শুনবে ভয়ের ডাক,
রবের আদেশ মানবে তখন—
থামবে সকল বাক।
যখন মাটি ছড়িয়ে দেবে
ভেতরের সব গোপন,
আদেশ শুনে শান্ত হবে—
থামবে সবই তখন।
হে মানব! তুই খাটিস কেবল
এই দুনিয়ার তরে,
ফিরবি শেষে আপন রবের
বিচার-মঞ্চের ঘরে।
যে পাবে তার কিতাবখানা
ডান হাতে সেদিন,
সে তো খুশি মনে বলবে—
“দেখো আমার দিন!”
সেই ব্যক্তির হিসেব হবে
সহজ-সরল হায়,
সুখে-শান্তিতে ফিরবে সে,
নয় কোনো সংশয়।
আর যে পাবে পেছন থেকে
কিতাব পাপের ভার,
চিৎকার করে বলবে সে—
“ধ্বংস হোক এ সার!”
সে তো ছিলো দুনিয়াতে
নিজের মধ্যে মগ্ন,
ভেবেছিলো ফিরতে হবে না—
রবের সে নয় গন্য।
না, নিশ্চয়ই ছিলো এক
অন্তর অন্ধ তার,
রব তো সবই দেখেন ভাই—
ছিল না কিছু হার।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন