✍️ তরিকুল ইসলাম খালাসী
📖 সূরা আল-বালাদ (সূরা ৯০) অবলম্বনে
---
এই শহরের শপথ করেন,
রহমতের যে রব,
তুমি আছো এই নগরে,
খোলা আছে সব।
মানুষ আসে দুনিয়াতে,
কষ্ট নিয়ে ভাই,
জীবন জুড়ে দুঃখ ভরা,
সুখটা কেমন পাই?
বলে মানুষ, “আমার শক্তি,
কে আমাকে ঠেকায়?”
অহংকারে ভরে থাকে,
কেউ তার ভুল না কয়।
খরচ করে হাজার টাকা,
দেখাতে সে রূপ,
কিন্তু তাতে ভালো নেই তো,
ভেতর শুধু কূপ।
চোখের সামনে খোলা ছিলো
আকাবার পথ ভাই,
যেখানে আছে দয়া-মায়া,
নেই যে ভয় বা ক্ষয়।
একজনকে মুক্ত করা,
যে দাস দুঃখজড়,
অভাবীর মুখে ভাত তুলে
হয়ে যায় সে বড়।
কোনো আত্মীয় কষ্ট পেলে—
সাহায্য কর ভাই,
অচেনাকেও খাবার দিলে—
রবে না কোনো দায়।
যারা চায় রবের পথে,
আনে ঈমান সাথে,
ধৈর্য ধরে চলে তারা,
সততা সে হাতে।
রব তাদের ভালোবাসেন,
দেন শান্তির ঘর,
আর যারা মুখ ফিরিয়ে নেয়,
তাদের শাস্তি ধর।
জ্বলবে আগুন, থামবে না তা,
ব্যথা হবে ভার,
চিরকালই পুড়বে তারা—
রবে অন্ধকার।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন