আমপারা কবিতা সংকলন
📘 উৎসর্গ
এই ক্ষুদ্র কাব্য সংকলন উৎসর্গ করা হলো সেই সব হৃদয়বান পাঠকের প্রতি— যারা কুরআনের বাণীকে হৃদয়ে ধারণ করে, ছন্দে ছন্দে পথ খোঁজে আলোর।
✍️ লেখকের কথা
আলহামদুলিল্লাহ। এই সংকলনের প্রতিটি কবিতা সূরা "আমপারা"র বাণী অবলম্বনে লেখা। সহজ ভাষা, মাধুর্যপূর্ণ ছন্দ, এবং অন্ত্যমিলের মাধ্যমে কুরআনের শিক্ষা পাঠকের অন্তরে পৌঁছে দেওয়াই ছিল আমার উদ্দেশ্য। ২০০৭ সাল থেকে লেখালেখির এই যাত্রায় আমি চেষ্টা করেছি সত্যের কথা তুলে ধরতে — কখনো ইসলামের প্রতি ভালোবাসা, কখনো সমাজের প্রতিবাদে কলম ধরেছি। এই সংকলনে তা আরও সুসংবদ্ধভাবে প্রকাশ পেয়েছে।
এই কাব্যগ্রন্থ সকল পাঠকের জন্য হোক হেদায়াতের সোপান।
আল্লাহ আমাদের কবুল করুন। আমীন।
— তরিকুল ইসলাম খালাসী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন