✍️ তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)
হাসিমুখে বলো কথা,
গলে যাবে মন,
কঠিন দিনও হাসে তখন—
ফুটে উঠুক বন।
মধুর ভাষা, কোমল চোখ—
ভরিয়ে দেয় প্রাণ,
নরম হাসি ছড়িয়ে দেয়
ফুলের মতো ঘ্রাণ।
রাগ-ক্ষোভের দেয়াল ভেঙে
গড়ো ভালোবাসা,
হাসিখুশি জীবন হলে
পাবে শান্তি-আশা।
যেখানে আছে হাসিমুখ,
সেখানে ঝরে শান্তি,
হৃদয় জয় হলে তবে
ঘুচে যাবে ক্লান্তি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন