বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

মৃত্যু'র পরের ডাক

মৃত্যু’র পরের ডাক

✍️ তরিকুল ইসলাম খালাসী

তীব্র ঝাঁকায় ফেরেশতারা,
ছিনিয়ে নেয় প্রাণ,
কারো বেলায় মধুর মমতা,
কারো বেলায় ত্রাণ?

সেদিন কিন্তু আসবেই ফিরে,
নেই যে পালাবার,
কম্পে উঠবে পাথর-আকাশ,
ভয় পাবে পরিবার।

হৃদয় কাঁপে, বুকে প্রশ্ন জাগে—
জীবন কেমন কেটেছে?
যারা ফিরল সত্য পথ থেকে,
জাহান্নামেই মেটেছে।

মূসা এলেন রবের বারতা,
ডাকলেন হেদায়াতে,
ফিরআউনের দম্ভে উঠল আগুন,
ডুবল সে লানাতে।

তোমরা কেন মানো না তাঁকে,
সৃষ্টিকর্তা যিনি?
হাড়-গোড়েও প্রাণ দিয়ে দেন,
তাঁরই কুদরতি নিদর্শনী।

যে পবিত্র, ভয় করে রব,
সংযম রাখে অন্তর,
তারই জন্যে জান্নাত বরকত,
চির শান্তির ঘর।

আর যে পিছে দুনিয়া চায়,
চায় না নেকের আলো,
আগুন পাবে সেই ব্যক্তি,
দেখবে শুধু কালো।

এসব কথা নিছক গল্প নয়,
আছে তাতে শিক্ষা,
আখিরাতের ডাক পড়বেই,
যে বুঝে সে-ই বাঁচা।। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন