তুমি জাগিয়ে তোলো ঘুমন্তকে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
তুমি জাগিয়ে তোলো- ঘুমন্ত কে
বার বার ডাকো
সঙ্গী করো
ঘোষণা দাও বিজয়ের দিন সন্মুখে ।
তুমি জাগিয়ে তোলো- ঘুমন্ত কে ।
আশার আলো ছড়াবে এবার
সূর্য যেমন হাসে,
তেমনি করে আলোয় আলো হবে
সত্যের পতাকা উড়বে আকাশে ।
তুমি জাগিয়ে তোল ঘুমন্ত কে ।
হতাশার পথ থেকে দূরে সরে এসো
আশার আলো বুকে নিয়ে,
জীবনকে সাজাও তুমি সত্য দিয়ে
আত্মত্যাগের বিনিময়ে ।
তুমি জাগিয়ে তোল ঘুমন্ত কে ।
মিথ্যার মিছিলে হয়োনা শরিক
বুঝে নাও জীবনের গুরুত্ব
আমলাদের মতো নয়তো জীবন
এ জীবনের আছে অনেক দায়িত্ব।
তুমি জাগিয়ে তোল ঘুমন্ত কে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন