ওয়েলফেয়ার স্টেট বানাও
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা,বাদুড়িয়া
সত্য পথে যদি তুমি
চলতে চাও,
সব বাঁধাকে দূরে ফেলে
ওয়েলফেয়ার স্টেট বানাও । ঐ ৩বার
চাই তোমাকে চাই জনগণ....
তোমার মত কর্মীর প্রয়োজন । ২বার
তুমি যদি সময়টাকে (২বার) কাজে লাগাতে চাও,
সব বাঁধাকে দূরে ফেলে ওয়েলফেয়ার স্টেট বানাও।ঐ
সঙ্গে থেকে সঙ্গি করে অসহায় কে নাও,
তাদের দূঃখ ঘুচে দিয়ে পথে এগিয়ে যাও । ২বার
বঞ্চিতদের সঙ্গি হবে -তুমি বঞ্চিতদের হবে দাও কথা দাও,
সব বাঁধাকে দূরে ফেলে ওয়েলফেয়ার স্টেট বানাও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন