বাকি আছে আর কতদিন?
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
ক্ষুধার্তকে দিইনা খাবার
ভরা পেটের করি জোর,
পেটের জ্বালায় ঘোরে যারা
তাকেও বলি আমরা চোর ।
এই দুনিয়ার বৈষম্যকে
আমরা বলি সেক্যুলার,
আবার বলে দানি মোরা
আমরা হলাম খুব উদার ।
বিশ্ববাসী হাসিখুশি
নেইনা তাদের খোঁজ,
কিভাবে তাদের জীবন যাপন
চলছে প্রতি রোজ ।
বিশ্ব বিবেক নীরব থাকে
নিঃস্ব করার ছবি দেখে
পাষাণ দিলে পিষ্ট করেও
তবু দেয়না তাদের ভোজ ।
রক্তখেকো শকুন সেজে
দিচ্ছে তাদের কষ্ট কি যে
হাড় দেখা যায় দেহে কিছু নাই
তাদের কষ্ট কেইবা বোঝে !
দয়া দেখাতে কেউবা আসে
মস্ত বড় দানি সেজে,
নেস্ত হওয়ার সাথে সাথেই
ব্যস্ত হয় সেও রক্তের খোঁজে ।।
দুষ্টু লোকের মিষ্টি ভাষায়
দুর্বল দেখে স্বপ্নের বাগান,
হুতোম প্যাঁচার আনাগোনায়
আর থাকেনা দেহে প্রাণ ।
প্রাণনাশের হুমকি ধমকি
চলতে থাকে পরম্পরা,
আর কতদিন বাকি আছে
শান্ত হবে এই ধারা ?
লেখার সময়: ৮:১৩ pm
তারিখ: ৩/৬/২০২১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন