সুস্থ সমাজ গড়ার জন্য
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
সুস্থ সমাজ গড়ার জন্য স্বপ্ন তৈরি করো,
স্বপ্ন ছাড়া বাস্তবায়ন হয়নি কখনো ।
রাতের পরে রাত জেগে সাধনায় বসে
এখনো তুমি সাধনা করতে পারো ।
মানুষেরই যদি তুমি ভালোবাসতে পারো,
ওই ভালোবাসা বৃথা যাবে না কখনো ।
কাজেই তোমার সহজ হবে জীবনেরই পথে চলা,
প্রতিষ্ঠিত হবে তোমার জমে থাকা স্বপ্ন ।
ঘুরে ঘুরে দেখো তুমি কোথায় কোথায় আহাজারি
তাদের কথা মাথায় রেখে তৈরি করো স্বপ্নের তরী ।
সাধনা ছাড়া তো আর কিছুই হয় না,
সব কিছু করো তুমি সুস্থ মনের জন্য ।।
লেখার সময়: ৯:৩০am
তারিখ:১২.০৬.২০২১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন