শনিবার, ১২ জুন, ২০২১

আর নয় অভদ্রতা

           আর নয় অভদ্রতা
      তরিকুল ইসলাম খালাসী
           মধ্যবেনা,বাদুড়িয়া

আমাদের বাড়ি সারি সারি সুন্দর মাঠ,
মাঠ ভরা সবজি আছে ধান পাট ।
স্বপন তপন আর শওকাত ভাই,
সূর্য উঠার আগেই একসাথে মাঠে যায় ।

হিংসা বিদ্বেষ নেই তাদের মনে
কি সুন্দর ভালোবাসা তারা বয়ে আনে ।
বিভেদ বিচ্ছেদ ঘোঁচাতে এই আমাদের প্রয়াস,
বলছে স্বপন করবো পরিশ্রম যতদিন বয় নিঃশ্বাস ।

আলপথে যাই শারাফাত ভাই
ওই কথা শুনে খুব আনন্দিত,
ওরে রতন আই কোনো বিভেদ নাই
আমরাই মানুষ প্রশংসিত ।

যারা মূর্খের বেশে পশু সেজে
ধ্বংস করে ভ্রাতৃত্ব,
প্রশ্ন আমার সমাজের কাছে
কেনো এদের হাতেই কর্তৃত্ব ?

চল্ ভাই যায় মানব সেবায়
মোরা হবো নিমজ্জিত,
রহিমের রক্ত রামের দেহে
একেই বলে ভ্রাতৃত্ব ।

মানবো না মোরা শুনবো না ওদের
ধর্ম সুসসুড়ির কথা,
ওদের কথায় কান কাটা যায়
আর নয় এই অভদ্রতা ।।
             ====
লেখার সময় ৮:২০ pm
২৫/০৫/২০২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন