শনিবার, ১২ জুন, ২০২১

আল্লাহ তুমি মেহেরবান

  আল্লাহ তুমি মেহেরবান
তরিকুল ইসলাম খালাসী
    মধ্যবেনা, বাদুড়িয়া

আল্লাহ তুমি..... মেহেরবান
তুমি রহিম রহমান ।
তোমারি দয়ায় সূর্য হাসে তোমারি দয়ায় নীল আকাশে
চন্দ্র করে বিরাজমান ।

তোমারি গান গাহিতে পাখি সকাল সকাল জেগে ওঠে
মিষ্টি সুরে গাই - কুহু কুহু গুনোগান ।
তোমারি নামে এত মধু  ২
আল্লাহ সুবহান  ।

মিনারে উঠে দেয় যে আযান তোমার সৃষ্টি আদম সন্তান
সবই তো তোমার ফরমান ।
তোমার হুকুমের গোলাম মোরা ২
দিয়েছো মোদের সম্মান ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন