তুমি লক্ষ্য থাকে পরে যেওনা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
তুমি লক্ষ্য থেকে সরে যেওনা- যেওনা
হাতাশার বিচ বপন করো না- করো না ।
আঁধার রাতে তুমি জ্বালাও আলো
দূর করে ফেলো মনের কালো ।
সত্য সঠিক পথের বাঁধা হয়োনা- হয়োনা
মুক্তি সেদিন তুমি পাবে না- পাবে না ।
সফলতা হওয়ার তরে তুমি
জীবনকে ভেবে নাও ফসল ভুমি ।
আকাশের দিকে থুতু ফেলো না - ফেলো না
জীবনের ভুল খুঁজে পাবে না- পাবে না ।
বাঁধায় সামিল হলে তুমি ধৈর্য্যের দাও পরিচয়,
শিয়ালের দেখে কেন তুমি বিড়ালের মতো পাবে যে ভয় !
তুমি মনকে রাগান্বিত করো না- করো না
তবে মনেরই বাঁধন পাবে না- পাবে না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন