শনিবার, ১২ জুন, ২০২১

মাওলারে মাওলা

    মাওলারে মাওলা
তরিকুল ইসলাম খালাসী
    মধ্যবেনা, বাদুড়িয়া
মাওলারে মাওলারে মাওলারে মাওলা,
তুমি আমায় ক্ষমা করো মাওলা ।
মাওলারে মাওলারে মাওলারে মাওলা
তুমি আমায় ক্ষমা করো মাওলা ।

জীবনে কত গণনা করে ফেলেছি
তোমার হুকুম মোরা অমান্য করেছি । ২
তারি তরে তোমার কাছে ২
চাই যে ক্ষমা ।
মাওলারে মাওলারে মাওলারে মাওলা,
তুমি আমায় ক্ষমা করো মাওলা ।

তুমি ছাড়া কে আছে আর
মোদের আর্তনাদ শোনার, ২
তাওফীক দাও ওগো মাওলা ২
তোমাকেই চেনার ।
মাওলারে মাওলারে মাওলারে মাওলা,
তুমি আমায় ক্ষমা করো মাওলা ।

তারিখ: ১২ডিসেম্বর,২০২০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন