স্কুল তোমরা না খুলিলে
তরিকুল ইসলাম খালাসী
মধ্য বেনা,বাদুড়িয়া
স্কুল তোমরা না খুলিলে আমাদের উপায় হবে কি,
পড়া লেখা না যদি হয় জীবনের মূল্য আছে কি?
মূর্খ থাকতে চাইনা মোরা আমরা যারা শিশু,
লেখা পড়া ছাড়া তো আর চায় না অন্য কিছু ।
বসে বসে শুয়ে শুয়ে কাটেনা সময়,
নিজেকে অসহায় আর পাগল মনে হয় ।
বন্দি কারাগারে থাকবোনা আর আমরা যারা শিশু,
লেখা পড়া ছাড়া তো আর চায় না অন্য কিছু ।
লেখা পড়ার সঙ্গী যারা তারা সাথে নাই,
স্বাস্থ্য ভাল রাখতে মোদের লেখাপড়া চাই ।
টোকাই হয়ে চাইনা বাঁচতে আমরা পথও শিশু,
লেখাপড়া ছাড়া তো আর চায় না অন্য কিছু ।
লেখার সময়: 10:40am
28/5/2021
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন