সোমবার, ১৪ জুন, ২০২১

আমরাই দেশের ভবিষ্যত

আমরাই দেশের ভবিষ্যত
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

আমরা দেশের সম্পদ,
ও আমরা দেশের ভবিষ্যত ।
আমরাই জ্বালাবো শিক্ষার আলোকে
করবো দেশের মুখ উজ্জ্বল ।

আমরাই গড়বো স্বপ্ন 
আমার দেশের জন্য,
দুঃখ দুর্দশা দুর করে ভাই
অসহায়ের মুখে তুলে দেবো অন্য ।
আমরা দেশের রত্ন
ও আমরাই দেশের জন্য ।
আমরাই জ্বালাবো শিক্ষার আলোকে
করবো দেশের মুখ উজ্জ্বল ।

চলছে সব কিছু নিয়ম মেনেই,
বন্ধ কেন শিক্ষা দিনের পর দিনেই ?
শিক্ষা ফিরে চাই... মুর্খতার বেশে নয়,
শিক্ষা ছাড়া সব কিছুই জঞ্জাল ।।
আমরা দেশের সম্পদ, ও আমরা দেশের ভবিষ্যত ।
আমরা দেশের রত্ন, ও আমরাই দেশের জন্য ।
আমরাই জ্বালাবো শিক্ষার আলোকে
করবো দেশের মুখ উজ্জ্বল ।

লেখার সময় :৯:৩৪am
তারিখ: ১৪.০৬.২০২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন