বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

রক্ত মাখা দুহাত আমি

        রক্ত মাখা দু-হাত আমি
       তরিকুল ইসলাম খালাসী
           মধ্যবেনা,বাদুড়িয়া

রক্ত মাখা দু-হাত আমি
তুলেছি আল্লাহ তোমার কাছে।
জালিমের থেকে বাঁচাও মোদের
সব ক্ষমতা তোমার আছে ।
রক্ত মাখা.......।
বড়ো অসহায় আজ মনে হয়
তুমি ছাড়া কেউ নেই দুনিয়ায় ।
শিশুদের ফরিয়াদ শুধু তোমার কাছে
ওগো আল্লাহ হও তুমি সহায় ।
রক্ত মাখা.......।
হয় হেদায়েত্ব দাও তুমি জালিমের
না হয় শক্তি দাও মোদের ।
জালিমের জুলুম থেকে বাঁচাও মোদের
চাইছি মোরা তোমার কাছে ।
রক্ত মাখা.......।
সারা পৃথিবীর অস্থিরতা
তোমার প্রেমিকের মনের ব‍্যাথা ।
তুমি ছাড়া আর কেউ জানে না
তাই কবুল করো মোদের প্রার্থনা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন