শনিবার, ১২ জুন, ২০২১

আমি বিশ্বাস করি ধর্ম

আমি বিশ্বাস করি ধর্ম
তরিকুল ইসলাম খালাসী
    মধ্যবেনা, বাদুড়িয়া

আমি বিশ্বাস করি ধর্ম
ও আমি বিশ্বাস করি ধর্ম
তাই তো আমি ধর্মের পথে অগ্রসর হয়েছি
তাই তো আমি ধর্মের পথে এ জীবন সঁপে দিয়েছি ।

ধর্ম শেখায় মানবতা
ধর্ম শেখায় নৈতিকতা
ধর্ম শেখায় বিভেদের বুলি ভেঙ্গে দিয়ে
হও একতা ।

অহংকারীদের ধর্মে স্থান নাই
এই দুনিয়ায় যদিও হয় রক্তের ভাই ।
ধর্ম মানেনা বৈষম্য, ধর্ম মানেনা বোধগম্য
ধর্ম সবার উর্ধ্বে বোকা সাজার স্থান নয় ।

লেখার সময়: 10:40pm
তারিখ: 10.06.2021

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন