শনিবার, ১২ জুন, ২০২১

ওয়েলফেয়ার

       ওয়েলফেয়ার
তরিকুল ইসলাম খালাসী
   মধ‍্যবেনা,বাদুড়িয়া

দূর্নীতি দূর্নীত দূর্নীতি আর
করতে দেবে না ওয়েলফেয়ার,  
আওয়াজ তোলো জরদার
ওয়েলফেয়ার ওয়েলফেয়ার । 

বিপদ আপদে মানুষের পাসে
সক্রিয় ওয়েলফেয়ার রবে
বঞ্চিত মানুষ সব ফিরে পাবে
হারানো সম্ভার ।

মানুষের রক্তেই তৈরী এদেশ
যারা মানুষের মধ্যে ঢোকায় বিদ্বেষ
তাদের কে রুখতে হও আগয়ান
গড়তে সোনার দেশ, করো অঙ্গীকার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন