বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

পরকিয়া

                পরকিয়া
      তরিকুল ইসলাম খালাসী
          মধ‍্যবেনা,বাদুড়িয়া

মানুষ রূপের পশুরা আজ
পরকিয়াতে মেতে,
হোক না সে পরের বধূ
নেইকো ক্ষতি তাতে ।

ভালো যদি লাগে তোমার
হোক না রাজার মেয়ে,
আইন আছে উলু লুলু
করতে পারো গিয়ে ।

পরকিয়াতে গলাই দড়ি
হোক না নারী-পরুষ,
দোষের পরে নির্দোষ হতে
ব‍্যবস্থা আছে ঘুষ ।

এমন সরকার রাখলেই হবে
হাজার হাজার ধর্ষণ,
হয় তো বাদ পড়বে না আর
তোমার আদরের ছোটো বোন ।

গর্জে ওঠো প্রতিবাদ করো
তুমি যদি না হও কাপুরুষ,
তোমার গর্জনে সব কিছু হবেই ছাই
প্রয়োজন শুধু বুক ভরা সাহস ।।

      

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন