হায়রে সুখ
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
হায়রে সুখি পাশেই দুঃখি
পড়লো না তোর চোখ,
এক হাসিতেই ওরা খুশি
তুই কেমনে ঘোরাস মুখ ?
তোর কারণে না খেয়ে ভাই
মরছে ওরা সুখিয়ে,
বাজার করে জাসরে কেমনে
ওদের সামনে দিয়ে ?
তোরাই আবার মাইক পেলে
ভাষণ ঝাড়িস মেলা,
সুযোগ মতো খেলিস তোরা
ওদের নিয়ে খেলা ।
দলবাজি আর লেঠেল করে
রেখেছিস তোরা ওদের,
বুঝবি কি করে কষ্ট কেমন
বাবা হারা মেয়ের ।
মরলো তা মরলোই ওরা
থাকবে বলে সুখে,
তোদের জন্যই কাটছে দিন
ওদের দুঃখে দুঃখে ।
মানুষ তুই যে রক্ত চুষে
হয়েছিস পশুর মতো,
সময় আছে এখনো কাছে
দেখ না হয়ে নত ।
তোর কারণে বাঁচবে ওরা
থাকবে অনেক সুখে,
তোর হাসিতেই হাসবে দেখিস
থাকবে না জল চোখে ।।
এর থেকে কি চাইবি রে তুই
আর আছে বাকি,
চোখ বোজালে জানিস না তুই
সব কিছুই যে ফাকি!!
লেখার সময় : ৬:১০ am
তারিখ : ২৪.০৬.২০২১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন