মিথ্যা হলো কবিরা গুনাহ
কথাঃতরিকুল ইসলাম খালাসী( মধ্যবেনা,বাদুড়িয়া)
সুরঃমিনহাজুদ্দিন আব্দুল্লাহ (মুর্শিদাবাদ)
মিথ্যা কভু বলো নাকো সোনা,
মিথ্যা হলো কবিরা গুনা ।
মিথ্যা কথা বলে যারা অসৎ পথেই চলে তারা (২বার)
সকলের জানা ।
মিথ্যা প্রতিশ্রুতি দিলে হতে হয় অপমান,
মিথ্যার উপর কাটলে জীবন জীবন হয় বেমানান (২)
তাই মিথ্যার উপর থেকো না মিথ্যা কথা বলো না(২)
মিথ্যা জীবন ধ্বংস করে শুনে নাও সোনা... ঐ
সত্যের উপর চললে জীবন আলোকিত হয়
আঁধার কালো সব কিছুকেই হার মানানো যায়(২)
তাই সোনামনি তোমরা সবাই হও জগতের সোনা( ২)
শপথ করো আর কখনো মিথ্যা বলবেনা...ঐ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন