শনিবার, ১২ জুন, ২০২১

আমরা যুবক

       আমরা যুবক
তরিকুল ইসলাম খালাসী
   মধ্যবেনা,বাদুড়িয়া

আমরা যুবক আমরা নবীন,  ২বার
আমরা হলাম দেশের প্রাণ ।
আমরা হলাম...
শ্রেষ্ঠ জাতির বীর সন্তান ।

আমরা যুবক.... ‌

মোরা দেশকে ভালোবেসে জীবন দিতে রাজি,
জীবনের বিনিময়ে সত্যকেই খুঁজি ।
হাসিমুখে মা দাওগো তুমি(২) আমাকে বিদায়,
দেশের জন্য জীবন দিয়ে শহীদ হতে চাই।

আমরা যুবক....

জননী আমার পরিয়ে দিলো যুদ্ধের ওই সাজ
হাসিমুখে মা পাঠিয়ে দিলো যাও বাবা যাও আজ ।
দেশকে তুমি রক্ষা করো (২) যাও বাবা যাও
জীবনের বিনিময় তুমি জান্নাত কিনে নাও ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন