তুমি গর্বের সাথে বলো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
তুমি গর্বের সাথে বলো আমি হলাম ভারতবাসী
ওরা যতই বলুক ভিন্নদেশি ।
এই মাটিতেই রক্ত আমার এই মাটিতেই ঘাম
এই মাটিতেই প্রাণ দেবো তবু থাকবে আমার নাম ।
তাই গর্বের সাথে বলো আমি হলাম ভারতবাসী
এই মাটিতেই শুয়ে আছে আমার পূর্বপুরুষেরা
স্বাধীনতা আনলো তারা, তারাই যুগের সেরা ।
কেন আমায় বলতে দ্বিধা আমি ভারতবাসী
ওরা কেন সুযোগ পেল বলতে ভিন্নদেশি ।
বসে থাকার আর তো সময় নাই
থাকলে বসে নিজের দেশেও থাকা হবে দায় ।
আনতে সুদিন আমরা সবাই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন