বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

প্রয়োজন এখনো আবার

প্রয়োজন এখনো আবার
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

জাতপাত সংঘত
শত শত নিহত
মানষ নামের পশুরা আজ
সত‍্যিকারেই নিন্দিত ।

মনুষ‍্য যে কারে কয়
মনে হয় নেই যেন পরিচয়!
পশুদের কাছেও মানুষ
কেমন করে হেরে যায় ।

বিবেক ছাড়া মানুষের কি আর
শুভবুদ্ধি বলা যায় ?
তাই মনুষ‍্যত্ব না থাকায় মানুষ
কখনো কখনো বাঁদরও হয় ।

প্রয়োজন এখন আবার
সেই চেতনাবোধ বিবেকের
আরো প্রয়োজন সেই
শৃঙ্খলাবদ্ধ জাতিদের ।।

2020

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন