ঝিকিমিকি তারা গুলো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
ঝিকিমিকি তারা গুলো
ওই রাতে দেয় আলো,
আকাশে চাঁদ সোমা পেলো
কে করেছে সৃষ্টি বলো ।
সাগরের ঢেউয়ে
হেলে দুলে
মাঝি পাল তুলিলো
নৌকা কে ভাসালো ?
ভোমরা ফুল আহারনে
ঝাঁকে ঝাঁকে গুঞ্জরনে
বাসা পূরণ করিলো
মধু কে বানাইলো ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন