নতুন কিছু
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
নতুন কিছু বলতে পারা
নতুন ছবি আঁকা
নতুন করে ভাবনা ভাবায়
নতুন কিছু লিখা ।
নতুন কিছু নতুন হয়ে থাকে যতক্ষণ
আদর সোহাগ পেতে থাকে তারা আজীবন ।
নতুন চেনার উপায় খুঁজে চিনো পুরাতন
খাঁটি পাবে মিঠা হবে ওই গোছানো ধন ।
নতুন জীবন গড়তে পারে সংগ্রামী ওই ভাই
চলার পথে ভুল হলে ভাই দোষের কিছু নাই,
ভুল তো হবে একবার বারবার তো নয়
খাঁটি পাবে মিঠা হবে এই জীবনের জয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন