শনিবার, ১২ জুন, ২০২১

অন্তরে যার কুরআন

অন্তরে যার কুরআন
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

অন্তরে যার কুরআন
সেই তো ভাগ্যবান 2
ধন্য তার জীবন ।
কুরআন পড়িলেই বাড়ে জ্ঞান
রোগের হয় সমাধান
পড়ো ইকরা আল্লাহ পাকের ফারমান ।

জীবন গড়ো কুরআন দিয়ে
নবীজির ওই ছুন্নাহ্ নিয়ে,
থাকবে সুখে আসবে সুদিন
জ্বালাও আলো রোজ প্রতিদিন।
বাড়বে জীবনের মান।
পড়ো ইকরা আল্লাহ পাকের ফারমান।

মিছে মায়ার এই দুনিয়ায়
মিছে মিছে দিন কাটে সময়,
করি সব কিছু যে আমার আমার
জ্ঞান ছাড়া কিছু থাকে না আর।
দান ধ্যান বাড়াও জ্ঞান জীবনের মান।
পড়ো ইকরা আল্লাহ পাকের ফারমান।

লেখার সময়: 9:20pm
তারিখ: 10.06.2021

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন