শনিবার, ১২ জুন, ২০২১

ও আল্লাহ

ও আল্লাহ
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

ও আল্লাহ ........
তুমি শ্রেষ্ঠ করি স্বীকার
তোমার পথ ছাড়া
সবই আঁধার ।

ও আল্লাহ.... তুমি শ্রেষ্ঠ করি স্বীকার।
তোমার পথ ছাড়া.... সবই আঁধার।

তোমার হুকুম ছাড়া পাতা নড়ে না,
তোমার হুকুম ছাড়া বাতাস চলে না,
তোমার হুকুম ছাড়া বৃষ্টি হয় না,
তোমার হুকুম ছাড়া মেঘ সরে না ।

ও আল্লাহ.... তুমি শ্রেষ্ঠ করি স্বীকার ।
তোমার পথ ছাড়া.... সবই আঁধার।

তুমি ঘুমন্তকে আবার জাগিয়ে তোলো
রাতের পরে দাও দিনের আলো । ২বার
দুর্বলকে তুমি শক্তি দাও,  ২বার
হতাশায় কে সাহস জোগাও ।

ও আল্লাহ.... তুমি শ্রেষ্ঠ করি স্বীকার ।
তোমার পথ ছাড়া.... সবই আঁধার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন