শনিবার, ১২ জুন, ২০২১

শত ব্যথা

           শত ব্যথা
তরিকুল ইসলাম খালাসী
    মধ্যবেনা, বাদুড়িয়া

শত ব্যথা আসুক তবু ডরবো না,
সত্য থেকে বিচলিত হবো না ।
দাও শক্তি দাও আমাদের ওগো প্রভূ
দয়া করো ক্ষমা করো বঞ্চিত করো না কভু।

জানি তুমি দাওগো আজাব এই দুনিয়ায়,
সেই আজাবে আমরা সবাই ধ্বংস হয়ে যায়।
দাও শক্তি দাও আমাদের ওগো প্রভূ
দয়া করো ক্ষমা করো বঞ্চিত করো না কভু।

যারাই করে পাপাচার আর অন্যায় অবিচার
তাদেরকেই ধ্বংস করো তুমি জানি কাহ্হার ।
দাও শক্তি দাও আমাদের ওগো প্রভূ
দয়া করো ক্ষমা করো বঞ্চিত করো না কভু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন