সব কিছুরই বিচার হবে
তরিকুল ইসলাম খালাসী
মধ্য বেনা, বাদুড়িয়া
তুমি সত্য পথে চলো আর
মিথ্যা পথে চলো,
সব কিছুরই বিচার হবে
জার্রা জার্রা বলো ।
মরণ তোমার আসবে কখন কেউ তো জানবে না,
বালাখানা জমিজমা কিছুই রবে না ।
হারাম হালাল বুঝেও তুমি কেমনে খোদার ভুলো,
সব কিছুরই বিচার হবে জার্রা জার্রা বলো ।
এই দুনিয়ার মোহে পড়ে তুমি সব কিছুকেই গেছো ভুলে, আপন স্বজন কারোর কথা একটু ভাবলেনা তো,
তুমি কারোর দূঃখ থেকে দূঃখ নিয়ে হওনি ব্যথিত
স্বপ্ন ভাঙ্গার পথে কেন এমন ভাবে চলো ?
সব কিছুরই বিচার হবে জার্রা জার্রা বলো ।।
লেখার সময়: ১১:২৮ am
তারিখ: ০২/৬/২০২১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন