মানবতা জিতবে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
ডঃ কাফিল খান জিতবে
জিতবে জিতবে জিতবে ডঃ কাফিল খান জিতবে
তুমি মানবতার বন্ধু
নেই সন্দেহ বিন্দু
জয় তোমার বলছে দুনিয়া
শত কষ্টের মধ্যেও তুমি জিতবে
শত ব্যথার মাঝেও তুমি নাহি ডরবে
জিতবে জিতবে জিতবে ডঃ কাফিল খান জিতবে
জীবনের ঝুঁকি নিয়ে তুমি বাঁচিয়েছো মানবতা
তোমায় ভুলবেনা ভুলবেনা শুনে রাখ এই মানব সভ্যতা
অসৎ যারা করতে চাই তোমাকেই হরন
মনে রেখো তাদের হবেই কঠিন মরণ
মানবতা হোক ধর্ম মুছে যাক অপকর্ম
শান্তির পথে গড়ে উঠুক ক্ষণস্থায়ী জীবন ।
জিতবে জিতবে জিতবে ডঃ কাফিল খান জিতবে জিতবে জিতবে জিতবে ডঃ কাফিল খান জিতবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন