গোড়ে তোলো সমাজ [গান]
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা,বাদুড়িয়া
চলো চলো চলো
তুমি সত্যের পথে চলো
আওয়াজ তোলো আওয়াজ
গোড়ে তোলো সমাজ ।
আসমানী বাণী তুমি সঙ্গী করো
জীবনে মেখে নিয়ে জিন্দা করো
সুখের জীবন পাবে তুমি
আখেরি হিসাব যদি এখন করো ।
রাতকে তুমি জায়নামাজে যদি কাটাতে পারো
রক্ত দিয়েও এই সমাজ তুমি বাঁচাতে পারো ।
স্বপ্ন চোখে বসে না থেকে
সংগ্রাম করে তুমি আগে বাড়ো ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন